.
ঢাকা | বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের নিবন্ধন পরীক্ষা উল্লেখ করে ২ দাবি জানালেন প্রার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
শহীদ আবু সাঈদের নিবন্ধন পরীক্ষা উল্লেখ করে ২ দাবি জানালেন প্রার্থীরা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ সুপারিশবঞ্চিতরা ফের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিবের কাছে আবেদনের মাধ্যমে এ দাবি জানান চাকরিপ্রার্থীরা।

আবেদনে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ এবং নীতিমালা পরিবর্তনের পূর্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২১৩ জন প্রার্থীর বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিয়োগের দাবি জানিয়েছেন প্রার্থীরা।

আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষকের চাহিদা পূরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যেখানে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদনকারী থেকে প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক পরীক্ষার দীর্ঘ সময় ও পথ পাড়ি দিয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। 

এতে আরও বলা হয়, গত ১৯ আগস্ট প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১,৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়। যেখানে আরো প্রায় ৬০ হাজারের অধিক পদ শূন্য থাকা সত্তেও ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৬,২১৩ জন প্রার্থীর শিক্ষক তথা জাতি গড়ার কারিগর হওয়ার স্বপ্ন বিপর্যন্ত হয়। মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েও সুপারিশ পাওয়ায় এই বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচন্ড হতাশা, মানসিক চাপসহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার। যেহেতু নতুন পদ্ধতিতে ১৯ তম পরীক্ষা ও নিয়োগ প্রদান করা হবে সুতরাং সনদের মেয়াদ থাকা শর্তে ১৮ তম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর ১৯ তম সার্কুলার প্রদান করার জন্য সবিনয়ে অনুরোধসহ জোর দাবি জানাচ্ছি। 

আবেদশনের শেষে লেখা হয়, ১৮তম নিবন্ধন পরীক্ষা এমন একটি নিবন্ধন ছিল; যেখানে জাতির দ্বিতীয় স্বাধীনতার কাণ্ডারি ‘শহীদ আবু সাঈদ’ পরীক্ষা দিয়েছিলেন এবং তিনি প্রিলিমিনারী ও রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং তিনি আশাবাদী ছিলেন যে, এই পরীক্ষায় উত্তীর্ণ সবার চাকরি হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন